দিনাজপুরের নবাবগঞ্জে এক হাজার পিস ইঞ্জেকশনসহ গ্রেপ্তার ১

নবাবগঞ্জে (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ২৫ পিস বিপ্রোনরফিন ইনঞ্জেকশন (এ্যাম্পল) উদ্ধারসহ একরামুল হক (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে। সে বিরামপুর উপজেলার উত্তর দাউদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
নবাবগঞ্জ থানার এসআই মহুবার রহমান জানান, গত শনিবার সন্ধ্যায় বিরামপুর-দাউদপুর সড়কে নবাবগঞ্জ থানাধীন চোরাপুকুর নামক স্থানের পশ্চিমপাশে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চলাকালে বিরামপুর দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দেয়া হয়। এসময় ৩ জন মোটরসাইকেল ফেলে পালানোর সময় একরামুল হককে আটক করা হয়।
আরও পড়ুনপরে মোটরসাইকেল তল্লাশি করে ১ হাজার ২৫ পিস বিপ্রোনরফিন ইঞ্জেকশন (এ্যাম্পল) ও মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ব্যাপারে রাতেই থানায় একটি মামলা দায়ের হয়েছে। দায়েরকৃত মামলায় আটক একরামুল হককে গ্রেপ্তার দেখিয়ে গত শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। একরামুল হকের বিরুদ্ধে বিরামপুর থানায় হত্যা মামলা রয়েছে।
মন্তব্য করুন