ভিডিও বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৫, ০৭:৫৬ বিকাল

বগুড়ার আদমদীঘিতে মারপিটের ঘটনায় পাল্টাপাল্টি মামলা একজন জেলহাজতে

বগুড়ার আদমদীঘিতে মারপিটের ঘটনায় পাল্টাপাল্টি মামলা একজন জেলহাজতে। প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে পূর্বের বিরোধকে কেন্দ্র করে মারপিট সংক্রান্ত পৃথক ঘটনায় ১০জনের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা হয়েছে। এ ঘটনায় আদালতে আত্মসমর্পণ করলে আদালত মুরাদপুর গ্রামের ওসমান গনির ছেলে রাশেদুল ইসলামের (৩৮) জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

জানা যায়, আদমদীঘি উপজেলার মুরাদপুর গ্রামের খায়রুল ইসলাম ও রাশেদুল ইসলামের মাঝে বাড়ির পাশে বাঁশের বেড়া দেয়া ও মাছ ধরাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিবাদ চলে আসছিল। এর জের ধরে গত ২২ অক্টোবর উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মারপিটের ঘটনায় উভয় পক্ষের ৮জন আহত হয়।

এ ব্যাপারে গত ১৩ নভেম্বর আদমদীঘি থানায় মুরাদপুর গ্রামের খায়রুল ইসলাম বাদি হয়ে ৬জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। অপরদিকে একই গ্রামের রাশেদুল ইসলাম বাদি হয়ে ৫জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে আদালত আদমদীঘি থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণ করতে নির্দেশ প্রদান করলে গত ১৪ নভেম্বর থানায় মামলাটি রেকর্ড করা হয়।

এদিকে গত ১৭ নভেম্বর খায়রুল ইসলামের দায়ের করা ৮নং মামলার আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত অপর ৯নং মামলার বাদি মুরাদপুর গ্রামের ওসমান গনির ছেলে রাশেদুল ইসলামের জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরনের আদেশ দেন ও অপর আসামিদের জামিন মঞ্জুর করেন।

রাশেদুল ইসলামের ভাই রুহুল আমিন জানায় তাদের দায়ের করা মামলার আসামিরা এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ ধরছেনা। মামলার তদন্তকারী আদমদীঘি থানার উপ-পরিদর্শক ইন্তেজারুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অপর মামলার আসামিদের গ্রেফতারে তৎপরতা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দফা দাবিতে ৭ দিনের কর্মসূচি দিলো ইসলামি আট দল

আলিয়ার বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ

চট্টগ্রামে বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট পর উড়ল উড়োজাহাজ

বগুড়ার কাহালুতে ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা 

উত্তরায় বাংলাদেশের প্রথম হায়াত প্লেস হোটেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নেত্রকোনায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই