বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার বিকেলে দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের তিন বিভাগ এবং উজানে ভারতের আসাম ও ত্রিপুরায় ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সাত জেলার নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার বেলা ৩টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৬৫ কিলোমিটার, মোংলা থেকে ৮০০ কিলোমিটার এবং পায়রা থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় সাগর উত্তাল রয়েছে।
নৌযান ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে বুধবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে এবং ভারতের আসাম ও ত্রিপুরায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর ফলে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আরও পড়ুনমঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। শুধু রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ঢাকায় ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শনিবার পর্যন্ত এমন ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। এতে নগরীতে জলাবদ্ধতার ঝুঁকি বাড়বে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, এই বৃষ্টি খুব তাড়াতাড়ি কমবে না। দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে আগামী তিন দিন বৃষ্টি হতে পারে।
মন্তব্য করুন