ভিডিও বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

বগুড়া দুপচাঁচিয়ার জিয়ানগর ইউপি চেয়ারম্যান আনোয়ার বহিস্কার

বগুড়া দুপচাঁচিয়ার জিয়ানগর ইউপি চেয়ারম্যান আনোয়ার বহিস্কার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনকে অবশেষে বহিস্কার করা হয়েছে। গত সোমবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ ইউপি ১ শাখা উপসচিব নূরে আলম স্বাক্ষরিত স্বারক নং ৪৬.০০.১০০০.০০০.০১৭.২৭.০০০৪.২৫-৭৫২ নং প্রজ্ঞাপনের মাধ্যমে এ বহিস্কারের আদেশ প্রদান করেছেন। দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান এই বহিস্কার জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া দুপচাঁচিয়া উপজেলার ১নং জিয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে  একই ইউনিয়ন পরিষদের ১২জন সদস্য অনাস্থা প্রস্তাব উপস্থাপিত হয়েছে এবং উপস্থাপিত ৮টি অভিযোগ প্রমাণিত হয়েছে।

অভিযোগ গুলো হলো পরিষদের সদস্যদের সম্মানি ভাতার অর্থ আত্মসাত, নিয়মিত মাসিক সভা আহ্বান না করা, ২০২৪-২০২৫ অর্থ বছরে বাজেটে আদায়ৃকত ট্যাক্স হিসাব প্রদর্শন না করা, ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেটের রাজস্বখাতে আদায়কৃত ট্রেড লাইসেন্স ছাপানো বহির স্টক রেজিষ্টার এন্ট্রি না করা এবং আদায়কৃত অর্থ ব্যাংকে জমা না দিয়ে আত্মসাত, ২০২৪-২০২৫ অর্থ বছরে জন্ম নিবন্ধন ও ওয়ারিশ সনদের সঠিক হিসাব ও হিসাবের টাকা জমা না দিয়ে আত্মসাত, মাতৃকালীন ভাতা বিতরণে অনিয়ম, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সঠিক হিসাব ও রেজিষ্টার পাওয়া যায়নি এবং বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত এর অভিযোগ সরজমিন তদন্তে প্রমানিত হয়েছে।

অনাস্থা প্রস্তাবের বিষয়ে উপজেলা প্রকৌশলীকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্ত কর্মকর্তাদের উপস্থিতিতে বিশেষ সভায় ইউনিয়ন পরিষদের ১২ সদস্য অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট প্রদান করেন।

আরও পড়ুন

চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে পরিষদের ১২ জন সদস্য অনাস্থা প্রস্তাবের সাথে আনিত অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় এবং উক্ত ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করা হবে না বলে মর্মে বিবেচিত হওয়ায় বগুড়া জেলা প্রশাসকের প্রেরিত অনাস্থা প্রস্তাবটি সরকার কর্তৃক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ ৩৯(১৩) ধারায় অনুমোদিত হয়েছে।

অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় জিয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন এর পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) এ বিষয়ে আনোয়ার হোসেন জানান, তাকে বহিস্কারের বিষয়টি তিনি জেনেছেন। তার বিরুদ্ধে মেম্বারদের আনিত অভিযোগসমূহ সঠিক নয় বলেও দাবি করেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান জানান, স্থানীয় সরকারের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার জিয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যানের দায়িত্বকে পালন করবেন এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিশ রক্ষায় পুলিশ, নৌ-বাহিনী ছাড়াও বিমানবাহিনী ড্রোন দিয়ে কাজ করবে: মৎস উপদেষ্টা

সব স্বাভাবিক হলেই ১৪৪ ধারা তুলে নেয়া হবে: খাগড়াছড়ি জেলা প্রশাসক

বগুড়ার শেরপুরে টানা বৃষ্টিতে মহাসড়ক ও বসতবাড়িতে হাটু পানি

মাদরাসায় পড়েছি, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন: ধর্ম উপদেষ্টা

জয়পুরহাটের কালাইয়ে জ্বিন দিয়ে চিকিৎসার নামে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা 

বগুড়ার সারিয়াকান্দিতে কাশফুল দেখতে দর্শনার্থীদের ভিড়