ভিডিও বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : জামায়াতের সহকারী সেক্রেটারী 

আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : জামায়াতের সহকারী সেক্রেটারী 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় কুড়িগ্রামের উলিপুরে এম.এ মতিন কারিগরি ও কৃষি কলেজের হলরুমে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আসন কমিটি ও নির্বাচনি দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি।

মাওলানা আব্দুল হালিম বলেন, জামায়াতের নেতৃবৃন্দ ও কর্মীদের ত্যাগ এবং কুরবানিই বাংলাদেশের জমিনকে ইসলামের জন্য প্রশস্ত করেছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং প্রত্যেক নাগরিকের ভোটকে মূল্যায়নের জন্য এ পদ্ধতিই (পিআর) সবচেয়ে গ্রহণযোগ্য।

আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের ওপর চালানো জেল, জুলুম, ফাঁসি, গুম ও খুনের করুণ ইতিহাস তুলে ধরে তিনি আরও বলেন, এসব নির্যাতন সত্ত্বেও ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা থেমে যায়নি। জামায়াতের নেতৃবৃন্দের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমেই আল্লাহর সাহায্যে ভবিষ্যতে বাংলাদেশে ইসলামের বিজয় ঘটবে। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর বাইতুলমাল সেক্রেটারি, কুড়িগ্রাম-৩ আসন পরিচালক জহুরুল ইসলামের।

আরও পড়ুন

উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর এড. কামাল কবীর লিটনের এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-৩ সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নিজাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজ, উপজেলা সেক্রেটারি তৌহিদুল ইসলাম, উপজেলার সাবেক আমীর মাওলানা মো. মশিউর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিশ রক্ষায় পুলিশ, নৌ-বাহিনী ছাড়াও বিমানবাহিনী ড্রোন দিয়ে কাজ করবে: মৎস উপদেষ্টা

সব স্বাভাবিক হলেই ১৪৪ ধারা তুলে নেয়া হবে: খাগড়াছড়ি জেলা প্রশাসক

বগুড়ার শেরপুরে টানা বৃষ্টিতে মহাসড়ক ও বসতবাড়িতে হাটু পানি

মাদরাসায় পড়েছি, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন: ধর্ম উপদেষ্টা

জয়পুরহাটের কালাইয়ে জ্বিন দিয়ে চিকিৎসার নামে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা 

বগুড়ার সারিয়াকান্দিতে কাশফুল দেখতে দর্শনার্থীদের ভিড়