রংপুরের বদরগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা গ্রেফতার ১

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোখলেছার রহমান নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এঘটনায় মামলা হলে পুলিশ সিফাত নামে এক যুবককে গ্রেফতার করেছে। গত শনিবার পৌর শহরের বালুয়াভাটা এলাকার আদর্শপাড়ায় ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, জ্বালানির লাকড়ি কাটাকে কেন্দ্র করে মোখলেছার রহমানের সাথে প্রতিবেশী সিফাতের কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে সিফাত ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে মোখলেছার রহমানকে কুপিয়ে আহত করে। এঘটনায় মোখলেছার রহমান নিজেই বাদি হয়ে থানায় মামলা দিলে সিফাতকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনবিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বলেন, সিফাতকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন