চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

চুয়াডাঙ্গার সদর উপজেলায় পুকুরে ডুবে আরিয়ান নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হিজলগাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান ওই গ্রামের খতিব মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন এবং আরিয়ান বাড়ির আঙিনায় খেলছিল। হঠাৎ করে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার নিথর দেহ ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, খেলতে খেলতে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় সে, তবে কেউ বিষয়টি বুঝতে পারেননি।
আরও পড়ুনদর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মন্তব্য করুন