জয়পুরহাটের পাঁচবিবিতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি : শাহজাহান

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি মোহাম্মদ শাহজাহান হোসেন পিপিএম (বার)। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি পাঁচবিবি পৌরসভার বারোয়ারী কেন্দ্রীয় দূর্গা মন্দির পরিদর্শন করেন।
ডিআইজি এসময় মন্দির কমিটির সদস্য ও উপস্থিত সকল ভক্ত পুজারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব পালন করবেন। পুলিশ সব সময় আপনাদের পাশে আছে। কোন অপশক্তি যদি আপনাদের পূজা উদযাপনে ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করে তাহলে ৯৯৯ লাইনে ফোন দেওয়ার সাথে সাথে পুলিশ আপনাদের সার্বিক সহযোগিতা করবে।
আরও পড়ুনএসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) মোঃ তুহিন রেজা, থানার তদন্ত ওসি মোঃ ইমায়েদুল জাহিদী, পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মোঃ মিজানুর রহমান, জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোঃ আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, পাঁচবিবি উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি পরেমশ্বর মাহাতো, সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী, বারোয়ারী মন্দির পুজা উদযাপন কমিটির সভাপতি দুলু গোয়ালা, পাঁচবিবি বণিক সমিতির সাবেক সভাপতি ভরত প্রসাদ গোয়ালা ও পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন