নওগাঁর পোরশায় অবাধে বিক্রি হচ্ছে রোগাক্রান্ত পশুর মাংস

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে কিটোসিস, খুরা ও ল্যাম্পি স্কিন ডিজিজসহ বিভিন্ন রোগে আক্রান্ত পশুর মাংস। অস্বাস্থ্যকর রোগাক্রান্ত পশু জবাই করে বাজারে মাংস বিক্রি করছেন ব্যবসায়ীরা। এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে উপজেলার বিভিন্ন বাজারে। ফলে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব মাংস খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন ক্রেতারা।
জানা যায়, উপজেলার পোরশা সদরের বাজার, নিতপুর বাজার, শিশা বাজার, গাঙ্গুরিয়া বাজার ও বিশেষ করে সারাইগাছী বাজারে প্রায় প্রতিদিনই বিক্রি হয় রোগাক্রান্ত পশু। রোগাক্রান্ত পশুর মধ্যে গরুর সংখ্যাই বেশি। অসুস্থ্য এসব পশু অন্যত্র জবাই করে এনে বাজারের দোকানে স্বল্পমূল্যে বিক্রি হয়। এতে মাংস কিনে প্রতারণার শিকার হন ক্রেতারা।
গতকাল রোববার দিবাগত রাতে কিটোসিস রোগে আক্রান্ত গরু জবাই করে বিক্রি হচ্ছে এমন খবরে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এবং সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস।
আরও পড়ুনএসময় প্রায় আধা মণ গরুর মাংস জব্দ করা হয়। একইসাথে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ব্যবসায়ী ইসা আলীর ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে মাংসগুলো বিনষ্ট করা হয়।
মন্তব্য করুন