এই সময়ে সামিরা মাহি

বিনোদন ডেস্কঃ এই সময়ের ব্যস্ত অভিনেত্রী সামিরা খান মাহি। বেশ অল্প সময়ের মধ্যে ছোট পর্দায় অন্যরকম গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। যদিও গতানুগতিকভাবে এই পথে হাঁটেননি। হেঁটেছেন উল্টো স্রোতে। একই ধরনের গল্প কিংবা চরিত্রে কখনো কাজ করতে চাননি তিনি। সবসময়ই চেয়েছেন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণের সুযোগ। আর তেমন করেই চরিত্র নির্বাচন করেছেন। ফলাফলও পেয়েছেন। যে নাটকগুলোতে মাহি অভিনয় করেছেন, সেগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে। একই ধরনের কাজ করতে চাননি বলেই ধারাবাহিকে তেমন একটা দেখা যায়নি এ অভিনেত্রীকে।
কিন্তু দীর্ঘদিন পর তিনি সম্প্রতি ‘খুশবু’ ধারাবাহিকে অভিনয় করেছেন। সাজ্জাদ সুমন পরিচালিত এ ধারাবাহিকটি এরইমধ্যে দীপ্ত টিভিতে প্রচার হয়ে জমে উঠেছে। কয়েকটি পর্ব প্রচারের মাধ্যমেই নাটকটির মাধ্যমে নজর কেড়েছেন মাহি। এ বিষয়ে তিনি বলেন, মাত্র ৫/৬ পর্ব প্রচার হয়েছে ‘খুশবু’র। তাতেই যে সাড়া পাচ্ছি সেটা সত্যিই আমার জন্য আনন্দের। ধারাবাহিকটিতে ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা হিসেবে অভিনয় করছেন তিনি। এদিকে এ নাটকের বাইরে একক নাটক নিয়েই ব্যস্ত সময় পার করছেন মাহি। কমপক্ষে নতুন হাফ ডজন নাটকের কাজ শেষ করেছেন। এগুলো সামনেই মুক্তি পাবে। সামিরা খান মাহি বলেন, আমি নাটকে যখন কাজ করতে এসেছি, তখন অভিনেত্রী হতে চেয়েছি। নানা চরিত্রে অভিনয়ের সুযোগ খুঁজতাম। আবার একই ধরনের চরিত্র পেলে ‘না’ও করেছি। যার ফলে বেশ অল্প সময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে পেরেছি। এর মাধ্যমে কিছুটা হলেও অভিনেত্রী হিসেবে সমৃদ্ধ হয়েছি। উল্লেখ্য, সবশেষ ‘বকুলফুুল’ নামক একক নাটকের মাধ্যমে প্রশংসিত হয়েছেন মাহি। এতে একজন মানসিক ভারসাম্যহীন তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুনমন্তব্য করুন