ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

‘নাই টেলিফোন নাইরে পিয়ন’ এবার বাবলীর কন্ঠে

সঙ্গীতশিল্পী বাবলী

অভি মঈনুদ্দীন ঃ ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ বাংলাদেশের জনপ্রিয় একটি গান। মনিরুজ্জামান মনিরের লেখা ও আমির আলীর সুর করা এই গানটি আধুনিক গান হিসেবে গেয়েছিলেন পাপিয়া সারোয়ার। আর সিনেমাতে (কুসুম কলি) এই গানটি গেয়েছিলেন রুনা লায়লা। তবে সিনেমাতে গানটি ব্যবহার করার আগেই পাপিয়া সারোয়ারের কন্ঠে এই গানটি বেশ জনপ্রিয়তা পায়।

জনপ্রিয় এই গানটি এবার এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী বাবলীর কন্ঠে শ্রোতা দর্শকেরা উপভোগ করছেন। গানটির পুণঃসঙ্গীতায়োজন করেছেন ইফতেখারুল এহতেশাম লেনিন। গানটি এরইমধ্যে ‘বাবলি আক্তার’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। বাবলির ‘বাবলী আক্তার’ চ্যানেলটি নতুন চ্যানেলে বিধায় গানটি শ্রোতা দর্শকের কাছে পৌঁছাতে সময় লাগছে। তবে বাবলির বিশ্বাস তার কন্ঠে ‘নাই টেলিফোন নাইরে পিয়ন’ গানটি শ্রোতা দর্শকের ভালোলাগবে।

বাবলি বলেন,‘ আমি মূলত শ্রদ্ধেয় রুনা লায়লা আপার কন্ঠে নাই টেলিফোন নাইরে পিয়ন-গানটি শুনেছি। কুসুম কলি সিনেমাতে শ্রদ্ধেয় সূচরিতা আপার লিপে গানটি আমি উপভোগ করি। এই গানটি আমার ভীষণ ভালোলাগার একটি গান। যে কারণে এই গানটি কাভার করের্ছি। অবশ্য গানটি প্রকাশের পর আমি জানতে পারি গানটি আগে গেয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় আরেক গুনী শিল্পী পাপিয়া সারোয়ার ম্যাডাম। দু’জন শিল্পীর প্রতিই আমার শ্রদ্ধা ভালোবাসা রইলো। ধন্যবাদ জানাই লেনিন ভাইকে গানটির পুণঃসঙ্গীতায়োজন করার জন্য। সত্যি বলতে কী আমাদের কিংবদন্তী শিল্পীদের গান গাওয়ার জন্য অনেক সাহসের প্রয়োজন। কারণ ভুল হয়েগেলে বড় অন্যায় হয়ে যাবে। তারপরও আমি চেষ্টা করেছি গানটির সুর ঠিক রেখে নিজের মতো করে গাইতে। প্রকাশের পর টুকটাক বেশ ভালো সাড়া পাচ্ছি। এখন স্টেজ শোতে গেলে এই গানের জন্যও অনুরোধ আসে গাইবার। কাভার সং হিসেবে এই গানটি আমার জন্য ভীষণ পজিটিভ হলো।’

আরও পড়ুন

এদিকে এরইমধ্যে বাবলী তার নিজের চ্যানেলে ‘কাহানি শুনো ২.০’ কাভার সং হিসেবে প্রকাশিত হয়েছে। এই গানটির মূল গায়ক কাইফি খলিল। এছাড়াও আরো কিছু বাংলা গান কাভার করবেন বাবলি, যে গানগুলো ধীরে ধীরে তার ‘বাবলি আক্তার’ চ্যানেলে প্রকাশ পাবে। বাবলীর কন্ঠে সর্বশেষ প্রকাশিত গান ছিলো ‘শ্যাম কালিয়া’। গানটি লিখেছেন ও সুর করেছেন অনিক রায়হান।

বাবলী জানান, তার নতুন দুটি মৌলিক গানে শ্রোতারা তাকে নতুনভাবে খুঁজে পাবেন। কারণ দুটো গানই খুব ভালো হয়েছে। শিগগিরই গানগুলো প্রকাশ পাবে। গাজীপুরের গানের ওস্তাদ মাস্টার বাবুর মেয়ে বাবলী। বাবার কাছেই বাবলীর গানে হাতেখড়ি। বাবার আদর্শকে বুকে লালন করেই গানের ভুবনে তার আসা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা থেকে ব্রাকবটতলা রাস্তাটি মরণ ফাঁদে পরিণত

দেশের সকল পূজামন্ডপের পাহারাদার হয়ে কাজ করবে জামায়াত- অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ার গাবতলীতে দূর্বৃত্তের ছোঁড়া এসিডে আহত স্বামী-স্ত্রী

দিনাজপুরের চিরিরবন্দরে ফসল রক্ষায় আলোক ফাঁদ