মঞ্চ নাটকের সেই নায়কই দর্শকপ্রিয় উদয় খান
_original_1758714728.jpg)
অভি মঈনুদ্দীন ঃ তাকে দেখলেই দর্শক খুউব সহজেই চিনে ফেলেন। কারণ বাংলাদেশের জনপ্রিয় অনেক মিউজিক ভিডিওর মডেল হিসেবে তিনি কাজ করেছেন। সেইসব মিউজিক ভিডিওতে তার উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছেন।
বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের কন্ঠের জনপ্রিয় গান ‘এই মন তোমাকে দিলাম’, কুমার শানু মিতালী মুখার্জির ‘ অন্তর কাটিয়া দেবো’, সাবিনা ইয়াসমিন-অ্যাণ্ড্রু কিশোরের ‘কী দিয়া মন কাড়িলা’, আগুনের কন্ঠের মৌলিক গান ‘আমার স্বপ্নগুলো’সহ আরো বহু গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছেন উদয় খান। তবে একজন অভিনেতা হবারই স্বপ্ন ছিলো তার। যে কারণে তিনি আজ থেকে দুই দশক আগে ‘থিয়েটার তোপখানা’র সাথে নিজেকে যুক্ত করেন। কিন্তু সেই দলের হয়ে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে হতো বিধায় একসময় সে দল ছেড়ে নাট্যদল ‘সড়ক’র সাথে নিজেকে সম্পৃক্ত করেন। ‘সড়ক’-এর হয়ে তিনি নায়কের ভূমিকায় তিনটি মঞ্চ নাটকে অভিনয় করে বেশ সাড়া ফেলেছিলেন। নাটক তিনটি হচ্ছে ‘ব্যাচেলর’,‘ হ্যালুসিনেসন’ ও ‘শয়তান’। তবে সেই সময়টাতে উদয়ের ইচ্ছে ছিলো টিভি নাটকে অভিনয় করার। কিন্তু মিউজিক ভিডিওতে কাজ করার কারণে মূল ধারার নির্মাতাদের নাটকে তার কাজ করা হচ্ছিলো না। তবে গোলাম সোহরাব দোদুল তার দীর্ঘ ধারাবাহিক নাটক ‘সাতকাহন’-এ উদয়কে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন।
পরবর্তীতে আরো বেশকিছু নাটকে কাজ করার সুযোগ হয় তার। উদয় অভিনয় করেছেন নায়ক মান্নার সঙ্গে ‘দাপট’ সিনেমায়। পরবর্তীতে সাদেক সিদ্দিকীর ‘হৃদয় ৭১’ সিনেমায় অভিনয় করেন। কিন্তু উদয়ের পূর্ণ মনোযোগ ছিলো টিভি নাটকে কাজ করার। উদয় এই মুহুর্তে সোলেমান দুলালের ‘সোনাই বিবি’ ধারাবাহিক নাটকে কাজ করছেন। এছাড়াও ইউটিউব ভিত্তিক কিছু নাটকের কাজ করছেন। আগামী ২৫ সেপ্টেম্বর তিনি টাঙ্গাইলে সাইফুলের নির্দেশনায় ইউটিউবের জন্য একটি নাটকের কাজ করবেন। উদয় খান বলেন.‘ আজ থেকে দুই দশক আগে মিডিয়াতে আমার যাত্রা শুরু। মঞ্চে নিয়মিত কাজ করতাম। সেই সময়টাতে একদিন শাহাবুদ্দিন নাগরী ভাইয়ের একটি মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ করে দেন পারভেজ ভাই। আমি মগবাজারে হাঁটছিলাম। সেখান থেকে ধরে এনে আমাকে এই কাজ করার সুযোগ করে দেন। এরপর বহু মিউজিক ভিডিওতে কাজ করেছি। মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম বিধায় মূল ধারার নাট্যনির্মাতারা নাটকে কাজ করার সুযোগ দিতেন না। আবার এখন যাদের ভিউ নাই তাদের কাজ একেবারে কম। এসব আসলে মেনে নেয়া খুব কঠিন। তারপরও যেহেতু পেশা হিসেবে অভিনয় বেছে নিয়েছি। কষ্ট করে হলেও কাজ করে যাচ্ছি।’
আরও পড়ুন২০০৫ সালে আফজাল হোসেনের নির্দেশনায় ‘কোহিনূর ডিটারজেন্ট পাউডার’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে মিডিয়াতে উদয়ের যাত্রা শুরু হয়।
মন্তব্য করুন