ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার সোনাতলায় ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় ১১ দিন পর মামলা হলেও আসামিরা অধরা 

বগুড়ার সোনাতলায় ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় ১১ দিন পর মামলা হলেও আসামিরা অধরা 

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : দৈনিক করতোয়ায় সংবাদ প্রকাশের পর অবশেষে ১১ দিন পর বগুড়ার সোনাতলায় রেন্ট-এ কার ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে মামলাটি রেকর্ড করা হয়। ওই মামলার আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ অজ্ঞাত কারণে তাদের গ্রেফতার করছে না। এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এমনকি ওই মামলার বাদিকে নানাভাবে হয়রানি করারও অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের জনৈক আব্দুস সাত্তার বাটুর ছেলে রেন্ট-এ কার ব্যবসায়ী সিদ্দিকুর রহমান সাগরের তিন তলাবিশিষ্ট বাড়ির নিচতলার ডাইনিং রুমের গ্রিল কেটে সংঘবদ্ধ ১০/১২ জনের একদল চোর ওই বাড়ির ভিতর প্রবেশ করে টাকা, স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্র  এবং আসবাবপত্র চুরি করে নিয়ে যায়।

এমনকি চোরের দল নিচতলা থেকে শুরু করে তিনতলা পর্যন্ত প্রতিটি শয়নকক্ষ, আলমারি, ওয়ারড্রোপ তছনছ করে, যা সিসি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে। ঘটনাটি সংঘটিত হওয়ার পর থানা পুলিশ নানা অজুহাতে মামলা রেকর্ড না করলে দৈনিক করতোয়ায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন গত ১৫ সেপ্টেম্বর প্রকাশিত হলে গত ১৬ সেপ্টেম্বর মামলাটি রেকর্ড করে পুলিশ। মামলাটি রেকর্ডের সাতদিন পার হলেও পুলিশ আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

আরও পড়ুন

এ বিষয়ে ওই রেন্ট-এ কার ব্যবসায়ী সিদ্দিকুর রহমান সাগর বলেন, আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। এবিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ রওশন কবীরের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ কে‌জি ২০০ গ্রাম ওজনের দুইটি ইলিশ বি‌ক্রি ১৭ হাজার ৬৪০ টাকায়

পিআর পদ্ধতি আরপিও-সংবিধানে নেই: সিইসি

নিউইয়র্কে ভারতের তীব্র সমালোচনা প্রধান উপদেষ্টার

সেন্টমার্টিনে পরিচ্ছন্ন অভিযানে বিজিবি

২ হাজার কিলোমিটার পাল্লার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের

দুই পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসিতে নালিশ ভারতের