ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

রংপুর গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

রংপুর গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ছবি: দৈনিক করতোয়া।

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে গজঘণ্টা ইউনিয়নের খামারটারি গ্রামের মৃত আব্দুল হাদীর ছেলে আজাদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির ভাঙাচোরা টিন ও ছাইয়ের স্তুপের পাশে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন আজাদুল ইসলাম। তিনি জানান, ঘটনার দিন স্ত্রী চিকিৎসার জন্য হারাগাছে ছিলেন। তিনি একাই বাড়িতে ছিলেন। রাতে এশার নামাজ শেষে বিদ্যুৎ না থাকায় বাড়ীর পাশে তিস্তা নদীর শহর রক্ষা বাঁধে বসে বাতাস নিচ্ছিলেন। হঠাৎ বিদ্যুৎ আসার পর বাড়ি ফেরার পথে দেখেন তার ঘরে আগুন জ্বলছে।

আজাদুল বলেন, বিদ্যুৎ থাকায় পানি দিয়েও আগুন নেভানো যায়নি। পরে বিদ্যুতের লাইন কেটে পানি ছিটানো হলেও ততক্ষণে সব শেষ হয়ে গেছে। ঘরে থাকা মেয়ে-জামাইয়ের জমানো টাকায় কেনা আট লাখ টাকার তামাক, ছেলের কম্পিউটার, ফ্রিজ, কাপড়, চাল-ডাল সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন খাওয়ারও কিছু নেই।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা পৌঁছানোর আগেই বাড়ির সবকিছু ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়দের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরে হারিয়েছি আজকেও হারাব : চমক

সখীপুরে দাফনের ৫ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

পাকিস্তানকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশের যুবারা

চীনে সেমিফাইনালে বাফুফে একাডেমি

বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫ উদযাপন করলো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

মুন্সিগঞ্জে দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট