বগুড়ার শেরপুরে আ’লীগ নেতা জয়েন উদ্দিন গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় জয়েন উদ্দিন (৫৫) (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। তিনি উপজেলার বিশালপুর ইউনিয়নের পালাশন গ্রামের আলহাজ্ব আজাহার আলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিশালপুর ইউনিয়নের পালাশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন বলেন, গ্রেফতারকৃত জয়েন উদ্দিনকে গ্রেফতারের পর আজ সোমবার (১৪ জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন