বগুড়ার ধুনটে প্রেমিকাকে ধর্ষণ পালানোর সময় জনতার হাতে আটক নাজমুল গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে প্রেমিকার ঘরে ঢুকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে পালানোর সময় নাজমুল সরকার (৪০) নামে এক ব্যবসায়ীকে ধরে থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে প্রেমিকার ঘর থেকে তাকে আটকের পর থানায় দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাজমুল সরকারের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। নাজমুল সরকার উপজেলার চৌকিবাড়ি গ্রামের মমতাজুর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ব্যবসায়ী নাজমুল সরকারের সঙ্গে প্রতিবেশী ওই নারীর (২৮) প্রায় ১৩ বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। এরই মধ্যে নাজমুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। এ অবস্থায় বিয়ের কথা বলে ৪ জুলাই ওই নারীকে নিজের বাড়িতে নিয়ে সে বাড়ি ছেড়ে লাপাত্তা হয়ে যায়।
পরবর্তীতে নাজমুল ওই নারীর সাথে ফের প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং গতকাল শনিবার রাত ১২টায় ওই নারীর ঘরে প্রবেশ করে নাজমুল। এরপর বিয়ের কথা বলে ধর্ষণ করে ভোরের দিকে প্রেমিকার ঘর থেকে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নাজমুলকে ধরে থানায় সোপর্দ করে।
আরও পড়ুনধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। আসামি নাজমুল সরকারকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন