বগুড়ায় দোকানের ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের ঘোড়াধাপ বাজারে শাহিন ভ্যারাইটি স্টোর নামে একটি দোকানে চুরি হয়েছে। চোরেরা দোকান থেকে ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। গত ২১ ফেব্রুয়ারি রাতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
দোকান মালিক সদরের দাড়িয়াল উত্তরপাড়ার মোঃ শাহিনুর রহমান (৪০) জানান, ঘোড়াধাপ বাজারে শাহিন ভ্যারাইটি স্টোর নামে তার ওই দোকান রয়েছে। গত ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে বেচাকেনা শেষে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরের দিন ২২ ফেব্রুয়ারি সকাল ৯ টার দিকে দোকানে এসে দেখেন তার দোকানের সার্টার খোলা।
দোকানের বিভিন্ন মালামাল ছড়িয়ে আছে এবং দোকানের ছাউনির টিনের বেশ কিছু অংশ কাটা। এরপর তিনি দেখেন দোকানের ক্যাশ বাক্স থেকে ১০ হাজার টাকা চুরি হয়ে গেছে। সেইসাথে দোকান থেকে বিভিন্ন ব্রান্ডের প্রায় দেড় লাখ টাকার সিগারেট, ২ কেজি সাদা এ্যালাচ ও বিভিন্ন ধরনের আরও ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
আরও পড়ুনএরপর দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানতে পারেন ওই দিন রাত সাড়ে ৩ টার দিকে একজন চোর টিনের ছাউনি কেটে দোকানে প্রবেশ করে ওই পরিমাণ টাকা ও মালামাল চুরি করে নিয়ে গেছে। পরে তিনি সদর থানায় একটি চুরি মামলা দায়ের করেন।
মন্তব্য করুন