দুই পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসিতে নালিশ ভারতের

স্পোর্টস ডেস্ক : চলতি এশিয়া কাপের গ্রুপ পর্বের পর সুপার ফোরেও ভারতের কাছে পাত্তা পায়নি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ওই ম্যাচে পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ ও ব্যাটার শাহিবজাদা ফারহানের উদযাপন কিংবা অঙ্গভঙ্গি নিয়ে ক্ষিপ্ত ছিল ভারতীয় সমর্থকরা। এবার সেই অভিযোগেই তাদের বিরুদ্ধে আইসিসিতে নালিশ দিয়েছে বিসিসিআই।
সংবাদসংস্থা পিটিআইয়ের বরাতে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বুধবার ই-মেইলের মাধ্যমে হারিস রউফ ও শাহিবজাদা ফারহানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করেছে বিসিসিআই। যদি লিখিতভাবে ফারহান-রউফ ওই অভিযোগ অস্বীকার করেন, তারা আইসিসিতে শুনানির মুখোমুখি হতে পারেন। সেই শুনানি পরিচালনা করতে পারেন টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। চলমান এশিয়া কাপে আরেক ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে এর আগে আপত্তি তুলেছিল পাকিস্তান। সুপার ফোরের ম্যাচে হারিস রউফ বাউন্ডারিতে ফিল্ডিংয়ের সময় ভারতীয় সমর্থকরা ‘কোহলি, কোহলি’ বলে স্লোগান দেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতকে জেতানোর পথে রউফের দুই বলে পরপর দুটি ছক্কা মেরেছিলেন বিরাট কোহলি। তাদের জবাব দিতে গিয়ে হারিস রউফ হাতের ইশারায় ‘বিমান উড়তে উড়তে মাঝপথে ভেঙে পড়া’র ভঙ্গি দেখান। এরপর সঞ্জু স্যামসনকে আউট করার পরও একইভাবে উদযাপন করেছেন হারিস রউফ।
একই ম্যাচে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূরণ করার পরই ব্যাটের হাতলটিকে কাঁধের কাছে রেখে উচ্ছ্বাস করেন সাহিবজাদা ফারহান। দেখে মনে হচ্ছিল তিনি বন্দুক চালাচ্ছেন। যদিও বিভিন্ন খেলায় এমন উদযাপন আগেও দেখা গেছে। যা ‘একে৪৭ সেলিব্রেশন’ নামেও পরিচিত। পরবর্তীতে এ নিয়ে প্রশ্ন করা হলে ফারহান ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘সেটা ওই মুহূর্তে মাথায় এসেছিল। আমি হাফসেঞ্চুরির পর খুব একটা উদযাপন করি না। কিন্তু হঠাৎ মনে হলো, এই ম্যাচে করব, তাই করেছি। আমি জানি না কে কীভাবে নিয়েছে। তাতে আমার কিছু যায়-আসে না।’
আরও পড়ুনএর আগে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধেও অভিযোগ তুলেছিল পাকিস্তান। একে তো প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি, তার ওপর গ্রুপপর্বে পাকিস্তানকে হারিয়ে বলেছিলেন, ‘এই জয় আমরা ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করছি। তারা যে সাহস দেখিয়েছে তার তুলনা নেই। আশা করছি ভবিষ্যতেও ওরা এভাবেই আমাদের অনুপ্রাণিত করবে। যখনই সুযোগ পাব দেশবাসীর মুখে হাসি ফোটাতে চাই।’ ওই বক্তব্যকে ‘রাজনৈতিক’ বলে অভিযোগ করেছে পিসিবি।
মন্তব্য করুন