ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

তিন শিক্ষককে অপসারণের দাবিতে বরিশাল নার্সিং কলেজে বিক্ষোভ

তিন শিক্ষককে অপসারণের দাবিতে বরিশাল নার্সিং কলেজে বিক্ষোভ

সহপাঠীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষককে অপসারণের দাবিতে টানা পঞ্চম দিনের মতো অবস্থান, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ক্লিনিক্যাল ও ল্যাব প্র্যাকটিসসহ নিয়মিত ক্লাস বর্জন করে একাডেমিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত তিন শিক্ষক—আলী আজগর, সাইদ হোসাইন রনি ও ফরিদা বেগমের কুশপুত্তলিকা দাহ করেন।

শিক্ষার্থীরা জানান, অভিযুক্ত শিক্ষকদের দ্রুত অপসারণ করতে হবে। পাশাপাশি ‘প্রহসনমূলক’ ক্লাস রুটিন প্রত্যাহার করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন রুটিন প্রকাশের দাবি জানান তারা।

আরও পড়ুন

প্রথম বর্ষের শিক্ষার্থী অর্পা সাহা বলেন, আমরা ন্যায্য অধিকারের জন্য আন্দোলনে নেমেছি। কিন্তু অভিযুক্ত তিন শিক্ষক আমাদের আন্দোলনে বিঘ্ন ঘটাচ্ছেন। আজ টানা পঞ্চম দিনের মতো আমরা অবস্থান করছি। আমরা চাই ওই শিক্ষকদের অপসারণ করা হোক এবং আমাদের সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস ফিরিয়ে দেওয়া হোক।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী নিশাত সেফা বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেখা যাচ্ছে, আমরা যে কারণে আন্দোলনে নেমেছি তা এখনো বাস্তবায়িত হয়নি। অভিযুক্ত শিক্ষকদের প্রভাব এত বেশি যে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ কর্তৃপক্ষ আমাদের বলছে, তাদের হাতে কিছুই নেই। তাদের একটাই কথা তোমরা তোমাদের আন্দোলন করো দেখা যাক কি হয়!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দেয়াল’ দিয়ে মঞ্চে ফিরলেন চুমকি

উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা

ফাহমিদা নবী’র ‘মেঘলা আকাশ’

ঠাকুরগাঁওয়ে ‘দয়াল বাবা’র অনুসারীর জানাজা নিয়ে দিনভর টানাপোড়েন 

বগুড়ার সোনাতলায় বালুয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যানের অপসারনের দাবি 

চাঁপাইনবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে  খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের  দায়ে ২টি রেস্তোরাঁর অর্থদন্ড