গোপালগঞ্জে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে অভিযান চালিয়ে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
গতকাল রোববার (২৪ আগস্ট) রাতে গোপালগঞ্জ সদর উপজেলা ও কোটালীপাড়া উপজেলা থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
আজ সোমবার (২৫ আগস্ট) বিকেলে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান এবং কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক সোহেল চৌধুরী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নাজমূল হুদা চাঁদ।
আরও পড়ুনওসি মির মো. সাজেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরে অভিযান চালিয়ে সোহেল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। জাতীয় নাগরিক পার্টির সমাবেশে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, ওসি হাফিজুর রহমান বলেন, কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় নাজমূল হুদা চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকেও সোমবার আদালতে পাঠানো হয়।
মন্তব্য করুন