চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাত কেজি বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তে সাত কেজি ভারতীয় বিস্ফোরক সদৃশ বস্তু আটক করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯/৫ এস থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নারায়ণপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বকরিপাড়া গ্রামে মতিউর রহমান নামে এক ব্যক্তির গোয়াল ঘরে অভিযান চালায় বিজিবি।
অভিযানে ককটেল বা হাতবোমা তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত ওইসব বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করা হয়। তবে অভিযানে মতিউর রহমান আটক হননি। তিনি ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, জহুরপুরটেক বিওপি’র একটি টহলদলের অভিযানে ওইসব বিস্ফারক উপাদান পাওয়া যায়। এ ঘটনায় মতিউরসহ পাঁচজনকে পলাতক আসামি করে সদর থানায় মামলা করা হয়েছে। বিস্ফোরক উপাদানগুলো সদর থানায় জমা করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন