লালমনিরহাটে পোস্ট পেইড মিটারের দাবিতে গ্রাহকদের বিদ্যুৎ অফিস ঘেরাও

লালমনিরহাট প্রতিনিধি : প্রিপেইড মিটারের পরিবর্তে পোস্ট পেইড মিটারের দাবিতে লালমনিরহাট নেসকো অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিদ্যুৎ গ্রাহকরা। আজ সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত তারা অফিস ঘের্ওা করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় অফিসে অবরুদ্ধ হয়ে পড়েন নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান।
গত জুলাই মাস থেকে লালমনিরহাটে পোস্ট পেইড মিটারের পরিবর্তে প্রিপেইড মিটার লাগানো শুরু করে নেসকো’র বিক্রয় ও বিতরণ বিভাগ। এই বিদ্যুৎ বিভাগের আওতাধীন ৪০ হাজার ২৭০ জন গ্রাহকের মধ্যে গত দুই মাসে ৫ হাজার ২শ’ গ্রাহককে আগের পোষ্ট পেইড মিটার খুলে প্রিপেইড মিটার দেওয়া হয়েছে।
এদিকে প্রিপেইড মিটার লাগানোর পর থেকে বেশি বিল গুণতে হচ্ছে গ্রাহকদের এমন অভিযোগ তারা দিয়ে আসছেন। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এছাড়া অক্ষর জ্ঞান না থাকায় গ্রাম গঞ্জের সাধারণ অনেক গ্রাহক প্রিপেইড মিটার নিজেরা রিচার্জ করতেও পারছেন না। এমন অভিযোগে গুরুত্ব না দেয়ায় ফুসে উঠে গ্রাহকরা।
আরও পড়ুনতারা আজ সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে এলাকায় মাইকিং করে গ্রাগক জড়ো করে বিক্ষোভ সহ বিদ্যুৎ অফিসে এসে ঘেরাও কর্মসুচী শুরু করে। একপর্যায়ে উত্তেজিত গ্রাহকরা বিদ্যুৎ অফিসের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এসময় লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক বিষয়টি সমাধানের আশ্বাস দিলে উত্তেজিত গ্রাহকরা ফিরে যায়।
এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌললী মাহমুদুর রহমান জানান, অফিসের নির্দেশেই প্রিপেইড মিটারের পরিবর্তে পোস্ট পেইড মিটার লাগানো কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে সকল গ্রাহককে এই মিটারের আওতায় আনা হবে। কিছু সাধারণ গ্রাহক যে অভিযোগ দিয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন