ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

সাদা-কালো ছাড়া কিছুই নয়

ডাকসু নির্বাচনে পোস্টার-ব্যানার নিয়ে কঠোর নির্দেশনা

ডাকসু নির্বাচনে পোস্টার-ব্যানার নিয়ে কঠোর নির্দেশনা

ঢাবি প্রতিনিধি: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ সামনে রেখে পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল ও দেয়াল লেখার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

আজ সোমবার (২৫ আগস্ট) প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র সাদা-কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে। কোনো প্রার্থীর পোস্টারে তার নিজস্ব সাদা-কালো ছবি ছাড়া অন্য কারও ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকার গাছপালা, দেয়াল, মানচিত্র, বৈদ্যুতিক খুঁটি, টেলিফোনের খুঁটি বা মানববন্ধন স্থাপনায় কোনো ধরনের পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল নষ্ট করাও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনো প্রার্থী বা তার পক্ষে থাকা ছাত্রসংগঠন, ব্যক্তি বা গোষ্ঠী ক্যাম্পাসের দেয়াল বা মানববন্ধন স্থাপনায় কালির ছোপ, কেমিক্যাল দিয়ে লেখা, মূরাল আঁকা, ছাপচিত্র বা চিত্রাঙ্কন করে প্রচারণা চালাতে পারবে না।

আরও পড়ুন

প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন,“পরিষ্কার ও শান্তিপূর্ণ পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজনের জন্য আমরা এই নির্দেশনা দিয়েছি। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল প্রার্থী ও সংশ্লিষ্টদের এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ, আচরণবিধি মানা নিয়ে প্রশ্ন

২৩০ বিচারক বদলি

হাইকোর্টের অতিরিক্ত বিচারক হলেন সারজিস আলমের শ্বশুর

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

ডাকসু নির্বাচনে পোস্টার-ব্যানার নিয়ে কঠোর নির্দেশনা

কুড়িগ্রামের উলিপুর পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার