কুড়িগ্রামের উলিপুর পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে (৬২) গ্রেফতার করছে পুলিশ। গতকাল রোববার বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও উলিপুর থানা পুলিশের যৌথ অভিযানে কুড়িগ্রাম রূপসী বাংলা হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর আলম পৌরসভার নারিকেল বাড়ি শটিবাড়ি এলাকার মৃত আম্বার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি'র ওসি বজলার রহমান।
পুলিশ জানায়, গতকাল রোববার বিকেলে উস্কানিমূলক বার্তা, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রাম কলেজ মোড় এলাকায় রূপসী বাংলা হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আটককৃত জাহাঙ্গীর আলমকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন