পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ জুয়াড়ি আটক

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ১৩ জন জুয়াড়িকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। জানা যায়, গতকাল রোববার সন্ধ্যা অনুমান সোয়া ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের টহল দল ৬ নং ভজুনপুর ইউনিয়নে বামনপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১৩ জন জুয়াড়িকে আটক করেছে।
আটকৃতরা হলো- ভজনপুর গনাগছ গ্রামের আব্দুর রহিমের ছেলে বানারুল ইসলাম (৩১), মানিক ডোবা গ্রামের আমিরুল ইসলামের ছেলে মো. সকিমুল ইসলাম (২২), কাউরগছ গ্রামের মৃত সরবম উদ্দিনের ছেলে সাদেক আলী (৩৫) ও সফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৯), ৫নং বুড়াবুড়ি ইউনিয়নের কাটা পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আ: সোবহান (২৭), ৪নং শালবাহান ইউনিয়নের বোয়ালমারী গ্রামের মৃত-চান মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (৩৮), ৭নং দেবগনর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে বিপুল ইসলাম (২৮), ভজনপুর গোলাব্দিগছ গ্রামের নজিবুল ইসলামের ছেলে কালাম (৩২), ভজনপুর ফকিরপাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম (২৫), গাছবাড়ি গ্রামের মৃত-তমিজ উদ্দিনের ছেলে আমিনুর রহমান (৪৮), পঞ্চগড় তুলার ডাঙ্গা গ্রামের মৃত- আইয়ুব আলীর ছেলে জহিরুল ইসলাম (৪২), টুনির হাট তালমা গ্রামের মৃত- আইয়ুব আলীর ছেলে আ: রশিদ (৩৪), বোদা উপজেলার ধামের হাট গ্রামের মৃত- মতিয়ার রহমানের ছেলে সিরাজুল ইসলাম ওরফে সাজু (৩০)। এসময় থানা পুলিশ জুয়ার বোর্ড থেকে নগদ ২৪ হাজার ১০০ টাকা, ৩ সেট তাস, ৫ টি প্লাস্টিকের বস্তা, ১টি নীল রঙের ত্রিপল জব্দ করে। পরে তেঁতুলিয়া মডেল থানার জিডি নং ৬৬১ তারিখ ১৬/০২/২৫ এজাহার দায়ের করে আটকৃতদের জেল হাজতে পাঠান।
আরও পড়ুনতেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত কবির জানান, গত শনিবার সন্ধ্যা সোয়া সাত টায় তেঁতুলিয়া থানা পুলিশের ভজনপুর বাজারে থাকা টহলদল জুয়া খেলার গোপন সংবাদ পেয়ে বামনপাড়া গ্রামের সোহেলের বাড়িতে পৌঁছে জুয়া খেলার সময় তাদের আটক করে। আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন