ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

কুমিল্লায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় সেই হানিফ বাস জব্দ

কুমিল্লায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় সেই হানিফ বাস জব্দ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় উল্টো পথে আসা হানিফ পরিবহনের সেই বাস জব্দ করেছে পুলিশ।

আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার খাদঘর সাকিনস্থ মানামা হোটেলের সামনে মাঠ থেকে বাসটি জব্দ করা হয়।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গত শুক্রবার দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে বাসটিকে শনাক্ত করা হয়। সিসিটিভিতে দেখা যাচ্ছিল- হানিফ পরিবহনের বাসটি উল্টো পথে চলাচল করার কারণেই দুর্ঘটনাটি ঘটেছিল।

আরও পড়ুন

তিনি আরও বলেন, বাসটি শনাক্তের পর পুলিশের অভিযান অব্যাহত থাকে। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার উপজেলার খাদঘর সাকিনস্থ মানামা হোটেলের সামনে মাঠ থেকে বাসটি জব্দ করা হয়। তবে চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর বাসটিকে খাদঘর এলাকায় রেখে আত্মগোপনে চলে যান চালক এবং হেলপার। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্নে সিমেন্টবোঝাই একটি কাভার্ডভ্যান প্রাইভেট কারের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজন নিহত হন।

নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে ব্যাংক এশিয়ার কর্মকর্তা মো. আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেট কারটি চালাচ্ছিলেন বড় ছেলে আবুল হাশেম। একই দুর্ঘটনায় লরির নিচে থাকা সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীও আহত হন। আহতরা ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

থানায় যুবকের ঝুলন্ত মরদেহ, ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

সড়ক দুর্ঘটনায় ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

বগুড়ার ৯ উপজেলায় ওএমএস‘র চাল এবং আটা বিক্রি বন্ধ

প্রথমবার ই-গেমস বাছাইপর্ব আয়োজন করবে বাফুফে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদীতে ডুবে শিশুর মৃত্যু