বগুড়ার ধুনটে শ্রেণিকক্ষে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, নৈশ প্রহরীকে অব্যাহতি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় মাঠপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে নৈশ প্রহরীকে শোকজ করা হয়েছে। একইসঙ্গে তাকে চাকরি থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।
এছাড়া ঘটনাটি তদন্তের জন্য বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিদ্যালয়ের শিক্ষককে দিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই নৈশ প্রহরীর নাম তোজাম্মেল হক (৫৬)। সে মাঠপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, মাঠপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ৩২ বছর ধরে নৈশ প্রহরী পদে চাকরি করছে তোজাম্মেল হক। গত ৯ আগস্ট সকাল ৭ টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রাইভেট পড়তে আসে অস্টম শ্রেণির এক ছাত্রী। ওই ছাত্রী বিদ্যালয়ে এসে নৈশ প্রহরীর কাছে জানতে পারে প্রাইভেট শিক্ষকের মায়ের মৃত্যুর কারণে ওই দিন প্রাইভেট পড়ানো হবে না। এ সময় শ্রেণিকক্ষের ভেতর অন্য কোন শিক্ষার্থী ছিল না। এ সুযোগে নৈশ প্রহরী শ্রেণিকক্ষের ভেতরে ঢুকে ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে। তখন স্কুলছাত্রী কৌশলে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে বাড়িতে পৌছে বিষয়টি অভিভাবকদের অবগত করে।
পরে এ বিষয়ে স্কুলছাত্রীর অভিভাবক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগে করে। ওই অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষক তিন দিনের মধ্যে জবাব চেয়ে ১০ আগস্ট নৈশ প্রহরীকে শোকজ করে। একই সঙ্গে নৈশ প্রহরীকে দায়িত্ব থেকে সাময়িক ভাবে অব্যাহতি দেয়া হয়। এদিকে নৈশ প্রহরী ১৩ আগস্ট প্রধান শিক্ষকের কাছে শোকজের জবাব দাখিল করে। কিন্ত তার জবাব সন্তোসজনক না হওয়ায় এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে নৈশ প্রহরী তোজাম্মেল হক জানান, শিক্ষকের মায়ের মৃত্যুর কারণে প্রাইভেট পড়ানো বন্ধ ছিল। ফলে ওই ছাত্রীকে শ্রেণিকক্ষ থেকে বার বার বের হয়ে যেতে বল্লেও সে বের হয়নি। এ কারণে তাকে ধাক্কা দিয়ে শ্রেণিকক্ষ থেকে বের করে দেয়া হয়েছে। তাকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগ সঠিক না।
ধুনট উপজেলার মাঠপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নৈশ প্রহরীর বিরুদ্ধে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগটি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন