হিলি স্থলবন্দরের পানামা পোর্টের ভেতরে পণ্যবাহী ট্রাকে আগুন

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দরে পানামা পোর্টের ভেতর বাংলা ট্রাকে ব্লিচিং পাউডার লোড করার সময় আগুন ধরে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
আজ রোববার (২৪ আগস্ট) বিকেলে হিলি পানামা পোর্টের ভেতর বাংলা ট্রাকে ব্লিচিং পাউডার গুডাউন থেকে লোড করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুনফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবুল কাশেম বলেন, আমরা খবর পাই যে, হিলি পানামা পোর্টের ভেতর আনুমানিক ৪ টার সময় পণ্যবাহী ট্রাকে ব্লিচিং পাউডার লোড করার সময় আগুন লেগেছে এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ৩০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন