ঠাকুরগাঁওয়ের হরিপুরে পানিতে ডুবে স্কুুল ছাত্রের মৃত্যু

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে নুনা খালের ক্যানেলে গোসল করতে গিয়ে জিহাদ ইসলাম (৯) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত শিশু জিহাদ ইসলাম ওই গ্রামের হাসান আলীর ছেলে। সে কারিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে পড়তো।
তার বাবা হাসান আলী বলেন, বাড়ির সকলের অগোচরে দুপুরে সহপাঠিদের সাথে ক্যানেলে গোসল করতে গিয়ে জিহাদ পানিতে তলিয়ে যায়। সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ও হরিপুর ফায়ার সাভির্স কর্মী ক্যানেলে তল্লাশি চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।
আরও পড়ুনহরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তার বাবা মায়ের নিকট বুঝে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন