ভিডিও রবিবার, ০৩ আগস্ট ২০২৫

অনিয়ম নেই বলতেই গণপিটুনি!

পঞ্চগড়ের বোদায় এলইজিডি অফিসের কর্মচারী পালিয়ে বাঁচলেন

পঞ্চগড়ের বোদায় এলইজিডি অফিসের কর্মচারী পালিয়ে বাঁচলেন। ছবি : দৈনিক করতোয়া

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে চলমান একটি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা এলইজিডি অফিসের কার্য-সহকারী জাহিদুল ইসলাম স্থানীয়দের গণপিটুনির শিকার হন। পরে পালিয়ে তিনি প্রাণ রক্ষা করেন।

স্থানীয়রা জানান, রাস্তার নতুন কার্পেটিং শুরু হতেই কিছু অংশ উঠে যেতে দেখা যায়। এতে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। স্থানীয় ইউসুফ আলী বলেন, আমি ভ্যান চালিয়ে যাচ্ছিলাম। দেখি আমার সামনেই নতুন কার্পেটিং উঠে যাচ্ছে। তখন পাশেই থাকা মিস্ত্রি বলেন, হাতুড়ি দিয়ে সেটা ঠিক করতে হবে। নির্মাণ কাজে নিয়োজিত মিস্ত্রি আবুল কালাম বলেন, বৃষ্টির কারণে কিছু বালু জমে ছিল।

ময়লা না সরিয়েই কার্পেটিং করায় এমন হয়েছে, এটা অনিয়মই। মাসুদ রানা বলেন, কাজ চলছে কাদা ও ধুলো-ময়লার ওপরেই। প্রতিবাদ করলে তারা আমাকে হুমকি দেয়, ভিডিও করে রাখে। তখন আমরা স্থানীয়রা এক হয়ে কাজ বন্ধ করে দেই। স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, এই রাস্তার কাজ বহুদিন ধরে চলমান। পাশের রাস্তাটি আগেই শেষ হয়েছে, অথচ এই রাস্তা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এবারও অভিযোগ পেয়ে গিয়ে দেখি কাজের মান খুবই খারাপ। আমি নিজে উপস্থিত থেকে কাজ বন্ধ করে দিই।

ঘটনার শিকার কার্য-সহকারী জাহিদুল ইসলাম বলেন, আমি কাজ তদারকি করতে গিয়েছিলাম। সাংবাদিকদের বলেছিলাম কাজে কোনো অনিয়ম নেই। তখনই কয়েকজন উত্তেজিত হয়ে আমাকে মারধর করে, আমি পালিয়ে বেঁচেছি। তিনি আরও বলেন, ১০ দিন আগে প্রাইম কোট দেওয়া হয়েছিল। বৃষ্টিতে কিছু বালু জমেছিল, পরিষ্কার না করেই কার্পেটিং শুরু হয়, যা ঠিক হয়নি।

আরও পড়ুন

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এমআর ট্রেডার্সের প্রতিনিধি মিজানুর ইসলাম বলেন, এটি ২০২০-২১ অর্থবছরের কাজ। আমি সাব-ঠিকাদার হিসেবে যুক্ত। বিস্তারিত মনে নেই, দেখে বলতে হবে। বোদা এলইজিডি অফিসের উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদের সাথে মোবাইলে যোগায়োগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান বলেন, রাস্তার কাজে অনিয়মের অভিযোগ পেয়েছি। স্থানীয়রা কাজ বন্ধ করেছে বলেও শুনেছি। তবে কোনো কর্মকর্তা গণপিটুনির শিকার হয়েছেন এমন তথ্য আমাদের জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার ২

সমাবেশ থেকে ছাত্রদলের ৯ প্রতিশ্রুতি ঘোষণা

কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ গেলো ১১ মহিষের

‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করলো এনসিপি

টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

বগুড়ার শাজাহানপুরে ভারি বর্ষণে দেওয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু