আমরা বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করি ও ভালোবাসি:প্রধান শিক্ষিকা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে রাখাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে।
বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, সরকারি অফিসগুলোতে নিরপেক্ষতা বজায় রাখা উচিত হলেও এখানে শুধু একটি রাজনৈতিক দলের প্রতীকী ব্যক্তিত্বের ছবি টানানো হয়েছে, যা পক্ষপাতদুষ্ট মনোভাবের বহিঃপ্রকাশ।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির এক নেতা বলেন, বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুধু একপক্ষের ছবি ঝুলিয়ে রাখলে সেটি অন্য দলের প্রতি অবিচার ও বৈষম্য তৈরি করে। দেশের ইতিহাসে অবদান রাখা সব জাতীয় নেতার মর্যাদা রক্ষা করতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে।
নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আজাহারুল ইসলাম টুটুল বলেন, ‘১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এককভাবে বঙ্গবন্ধু ও হাসিনার ছবি টানিয়ে রেখেছে। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব রক্ষা করেনি। আমরা এর বিরোধিতা করি।
সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল কবির বলেন, ‘পদাধিকার বলে আমি ওই স্কুলের সহকারী শিক্ষক। প্রধান শিক্ষক যদি বঙ্গবন্ধুর ছবি না সরায় আমরা কী করতে পারি? তবুও আমাদের স্কুলের শিক্ষকরা একাধিকবার ছবি সরানোর কথা বলেছিলাম তিনি সেটি শোনেননি।’
আরও পড়ুনবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিন বলেন, ‘আমার বাবা মইনুদ্দিন মাস্টার একজন বীর মুক্তিযোদ্ধা; আমি বঙ্গবন্ধুর ছবি নামাবো না; কেউ যদি অপসারণ করে সেটা তাদের ব্যাপার। আমরা বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করি ও ভালোবাসি। তার অপমান কখনোই চাইবো না।
এ বিষয়ে নেছারাবাদ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন বলেন, ‘দেশের পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে উপজেলার সব বিদ্যালয় থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। তবে ছবি সরানোর জন্য সরকারি কোনো নির্দেশনা নেই। ওই বিদ্যালয়ের দেওয়ালে কেন এখনো শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো আছে প্রধান শিক্ষিকার কাছে আমি জানতে চাইব।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে নেছারাবাদ উপজেলায় কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি টানানো নেই। শুধু সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ছবি ঝুলানো দেখা গেছে।
মন্তব্য করুন