টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের সখীপুরে কাকলি (৩৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
আজ রবিবার (৩ আগস্ট) সকালে সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী মেহেদী হাসানকে একমাত্র আসামি করে কাকলীর ভাই বাদল মিয়া বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল আটটার দিকে স্বামী মেহেদী হাসান বাসার ফ্রিজ বিক্রির কথা স্ত্রী কাকলীকে জানান।
কিন্তু স্ত্রী ফ্রিজ বিক্রি করার জন্য তাকে নিষেধ করেন। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মেহেদী হাসান তার স্ত্রীকে ছুরি দিয়ে পিঠের মধ্যে আঘাত করেন। এতে কাকলী গুরুতর আহত হন।
পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
আরও পড়ুননিহতের সাত বছরের ছেলে মিরাজ বলে, আমার সামনে আব্বু মাকে ছুরি দিয়ে পিঠে আঘাত করে।
সখীপুর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, ‘ফ্রিজ বিক্রির ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হন।
এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন