অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

ভোলায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাহাবুদ্দিন (৩৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। নিহত সাহাবুদ্দিন ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাঁগো বাড়ির মো. ইয়াছিনের ছেলে।
গতকাল (২ আগস্ট) শনিবার রাত সাড়ে ১০টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রহম আলী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয়রা বলেন, সাহাবুদ্দিন একজন অটোচালক। সারাদিন অটো চালিয়ে রাতে রহম আলী হাজীর বাড়িতে অটোরিকশা চার্জ দিতে আসেন। পরে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে আহত হন। তার পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনবোরহানউদ্দিন থানার এসআই অসীম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন