ভিডিও রবিবার, ০৩ আগস্ট ২০২৫

ছবি তুলতে গিয়ে সীমান্ত পেরিয়ে দুই কিশোর ভারতে, আটক ও ফেরত

ছবি তুলতে গিয়ে সীমান্ত পেরিয়ে দুই কিশোর ভারতে, আটক ও ফেরত

মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে ছবি তোলার সময় বিএসএফের হাতে আটক হয় দুই বাংলাদেশি কিশোর। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হস্তক্ষেপে তাদের ফেরত পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল শনিবার (২ আগস্ট) বিকেলে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তটির ওপারে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য।

আটক হওয়া কিশোররা হলো—উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগানের শ্রমিক সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৬) ও রামানু নাইডুর ছেলে শুভ্র নাইডু (১৭)।

বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া রোববার সকালে গণমাধ্যমকে জানান,বিকেলে ওই দুই কিশোর মোটরসাইকেলে করে আলীনগর সীমান্ত এলাকায় ঘুরতে গিয়েছিল। একপর্যায়ে তারা ১৮৪৫ নম্বর সীমান্ত খুঁটি অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে এবং মোবাইল ফোনে ছবি তুলছিল। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

আরও পড়ুন

কিশোরদের স্বজনরা বিষয়টি জানতে পেরে বিজিবিকে অবহিত করলে, বিজিবি সীমান্তের ওপারের বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে। পরে রাত পৌনে ১১টার দিকে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর স্থলবন্দর অভিবাসন চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই কিশোরকে ফেরত দেওয়া হয়। হস্তান্তরের সময় কিশোরদের স্বজনরাও উপস্থিত ছিলেন।

বিজিবির জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দুই কিশোর জানায়, তারা ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে। বিএসএফ তাদের আটক করলেও কোনো প্রকার শারীরিক নির্যাতন করেনি।

তবে ফেরত আসার পর কুলাউড়া থানায় তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশ করার অভিযোগে মামলা হয়েছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক। তিনি বলেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের মৌলভীবাজার আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার ২

সমাবেশ থেকে ছাত্রদলের ৯ প্রতিশ্রুতি ঘোষণা

কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ গেলো ১১ মহিষের

‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করলো এনসিপি

টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

বগুড়ার শাজাহানপুরে ভারি বর্ষণে দেওয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু