ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

ফাইনালের উত্তাপ ছড়ালেও বুমরাহকে পাচ্ছে না ভারত!

ফাইনালের উত্তাপ ছড়ালেও বুমরাহকে পাচ্ছে না ভারত!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জেতার সুযোগ নেই ভারতের সামনে। তবে তারা পঞ্চম ও শেষ টেস্ট জিতে সিরিজ ড্র করতে পারবে। সেই ম্যাচটির আগে ফাইনালের উত্তাপ ছড়াতে শুরু করেছে গৌতম গম্ভীরের দল। গতকাল (মঙ্গলবার) ভারতীয় এই কোচ দ্য ওভালের পিচ কিউরেটর লি ফোর্টিসের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছেন। তবে আসন্ন টেস্টে তারা প্রধান পেসার জাসপ্রিত বুমরাহকে পাওয়ার সম্ভাবনা কম–ই! আগামীকাল (বৃহস্পতিবার) থেকে লন্ডনের কেনসিংটন ওভালে পঞ্চম টেস্টে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচে বুমরাহ’র খেলা নিয়ে নেতিবাচক খবরই দিচ্ছে ইএসপিএন ক্রিকইনফোসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এই তারকা পেসারের দীর্ঘমেয়াদে খেলা চালিয়ে যাওয়া কিংবা ওয়ার্কলোড বিবেচনায় ওভাল টেস্টে বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম।

এবারের সফর শুরুর আগে ভারত পাঁচ টেস্টের মধ্যে বুমরাহকে কেবল তিনটি ম্যাচ খেলানোর পরিকল্পনার কথা জানিয়েছিল। ওল্ড ট্রাফোর্ডে হওয়া চতুর্থ টেস্টেই পূর্ণ হয়েছে সেই কোটা। তিনি খেলেননি কেবল এজবাস্টনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে। মজার ব্যাপার হলো ভারতও কেবল ওই টেস্টেই জিতেছে। চতুর্থ টেস্টে রোমাঞ্চ ছড়িয়েছেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। বিপর্যয়ে পড়ার পর এই দুজনের সেঞ্চুরিতেই শেষ পর্যন্ত ভারত ম্যাচটি ড্র করে। ফলে সিরিজ হার এড়ানোর আরেকটি সুযোগ পেয়েছে সফরকারীরা। স্কোরলাইন বর্তমানে ২ : ১।ক্রিকইনফো জানিয়েছে, দলের ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং বুমরার পিঠের চোট নিয়ে ঝুঁকি না নিতে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ এর আগে চতুর্থ টেস্ট ড্র হওয়ার পর কোচ গম্ভীর জানিয়েছিলেন, ওভাল টেস্টের জন্য প্রস্তুত বুমরাহ। দুই দিন পরই সেই সিদ্ধান্ত বদলাতে যাচ্ছে মেডিক্যাল টিমের পরামর্শে।

আরও পড়ুন

পঞ্চম টেস্টে বুমরাহ জায়গায় দলে ফেরানো হতে পারে পেসার আকাশ দীপকে। দ্বিতীয় টেস্টে তিনি দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছিলেন। অবশ্য লর্ডসে হওয়া পরের টেস্টে তিনি নিষ্প্রভ থাকায় জায়গা হয়নি ওল্ড ট্রাফোর্ডে।বুমরাহ’র অনুপস্থিতিতে শেষ টেস্টে পেস বিভাগের নেতৃত্ব দেবেন মোহাম্মদ সিরাজ। তিনিই একমাত্র সিরিজের প্রতিটি ম্যাচই খেলেছেন। চলমান সিরিজে দুই দলের পেসারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ ১৩৯ ওভার করেছেন ডানহাতি এই পেসার। অবশ্য তারও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয় আছে। তবে ম্যাচটি যেহেতু ভারত ফাইনাল হিসেবে নিতে চলেছে, সেই হিসেবে সিরাজের মতো অভিজ্ঞ তারকাকে লাগবে। বিশেষত বুমরাহ না থাকায় সেই সম্ভাবনা আরও জোরালো। এ ছাড়া ইনজুরিতে ছিটকে পড়া ঋষভ পান্তের জায়গায় একাদশে আসতেন পারেন ধ্রুভ জুরেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেক হত্যার দায়ে বগুড়ায় দুইজনের যাবজ্জীবন

পঞ্চগড়ের বোদায় ডাক্তার ছাড়াই ওয়ার্ড বয়ের অপারেশন, নার্সিং হোম সিলগালা

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় সাবেক কাউন্সিলর মতিন শোন এ্যারেস্ট

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেফতার