দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অজ্ঞাত (৪০) এক মহিলার লাশ উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার দিনগত রাত ৯টার দিকে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শাল্টিমুরাদপুর মাদরাসার কাছে রাস্তার ধারে পড়ে থাকা লাশটি উদ্ধার করা হয়।
বিরামপুর সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার (নবাবগঞ্জ, বিরামপুর) মো. মন্জুরুল ইসলাম জানান, লাশটি উদ্ধারের পর থানার জিডি মূলে আজ বুধবার (৩০ জুলাই) ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন