ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

আ.লীগ নেতার করা ডাকাতি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ আসামি খালাস

আ.লীগ নেতার করা ডাকাতি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ আসামি খালাস

সাতক্ষীরার তালা উপজেলায় আওয়ামী লীগ নেতার করা আলোচিত ডাকাতি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ চার আসামি খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ মো. সানাউল হক এই রায় ঘোষণা করেন।

খালাসপ্রাপ্তরা হলেন- তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা সদর ইউপির সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলাম (৫৫), আটারই গ্রামের মজিবর গাজী (৪৫), শাহপুর গ্রামের সেলিম গাজী (৩৫) ও রফিকুল মোল্লা (৪২)।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০১৭ সালের ১২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তালা উপজেলার ইসলামকাটী সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে বাদীর ৮৫ হাজার টাকা অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করা হয়। এ ঘটনায় আটারই গ্রামের মোকাম আলী গাজীর ছেলে জিএম আলাউদ্দিন বাদী হয়ে তালা থানায় ৩৯৪ ধারায় মামলা দায়ের করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুজ্জামান বলেন, ‘এটি ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য উদ্দেশ্যমূলক ও সাজানো মামলা। আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে প্রমাণের অভাবে বিচারক সব আসামিকে খালাস দিয়েছেন।

আরও পড়ুন

রায়ের প্রতিক্রিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম নজরুল ইসলাম বলেন, ‘আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, কিন্তু আমাকে হারিয়ে দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়। এরপর রাজনৈতিক প্রতিহিংসায় একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়। আজ আদালতের রায়ে প্রমাণ হয়েছে, আমরা নির্দোষ।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে চলা এই মামলার রায়ে স্বস্তি ফিরেছে খালাসপ্রাপ্তদের পরিবারে। তবে একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দায়েরের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে ভয়াবহ বন্যা, এক বৃদ্ধাশ্রমেই মারা গেলেন ৩১ জন বয়স্ক মানুষ

ঢাবি থেকে বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত

শেরপুরে আওয়ামী লীগ নেতা চাঁন গ্রেফতার

পাকিস্তানে দাম কমল পেট্রোলের, বাড়ল হাইস্পিড ডিজেলের

৫০ লাখ টাকা চাঁদাবাজি : জানে আলম অপু গ্রেপ্তার

আপেল রোজ টি তৈরি করবেন যেভাবে