ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরছেন টেইলর

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরছেন টেইলর

স্পোর্টস ডেস্কঃ তিন বছর নিষেধাজ্ঞা কাটিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর। আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভাঙার দায়ে ২০২১ সালে নিষিদ্ধ হওয়া এই অভিজ্ঞ ব্যাটারকে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। বুলাওয়েতে ৭ আগস্ট শুরু হবে ম্যাচটি।

এক বিবৃতিতে টেইলর বলেন, "আমি তো ভেবেই নিয়েছিলাম সব শেষ। কিন্তু আবার এখানে ফিরতে পেরে কৃতজ্ঞতা অনুভব করছি। নিজেকে মাঝে মাঝে চিমটি কেটে দেখি, এটা কি সত্যি? ফিরে আসার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করছি।"

তিনি আরও জানান, ফিরে আসার জন্য গত দেড় বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন। টেইলরের ভাষায়, "ফিটনেস, টেকনিক, ডায়েট- সবকিছুর দিকেই মনোযোগ দিয়েছি। এখন আগের চেয়ে অনেক বেশি ফিট ও মানসিকভাবে দৃঢ় লাগছে। আর এসব সম্ভব হয়েছে একমাত্র মাদক ও অ্যালকোহল থেকে দূরে থাকার কারণে।"

জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনও টেইলরের ফেরা নিয়ে উচ্ছ্বসিত। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগেই তিনি বলেন, "গত আট-দশ মাসে ও নিজের মতো করে যেভাবে কঠোর পরিশ্রম করেছে, সেটা দেখেছি। দলে ওকে আবার পেয়ে আমি খুব খুশি। ওর অভিজ্ঞতা দলের জন্য বড় শক্তি হতে পারে।"

৩৯ বছর বয়সী টেইলর ২০২১ সালের সেপ্টেম্বরে আচমকা অবসরের ঘোষণা দেন। এরপর থেকেই জাতীয় কিংবা ঘরোয়া কোনো দলে অনুশীলন করতে পারেননি। তবে হারারেতে একটি বেসরকারি স্কুলের সুযোগ-সুবিধা ব্যবহার করে নিজেকে প্রস্তুত করেছেন। আগেই ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছিলেন, তিনি আগের চেয়ে আরও বেশি ফিট, কারণ মাদক ও অ্যালকোহলের আসক্তি থেকে সরে এসে রিহ্যাবে গিয়ে নিজেকে বদলে ফেলেছেন।

আরও পড়ুন

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান প্রথম টেস্ট শুরুর আগেই দলের সঙ্গে অনুশীলনে যুক্ত হন টেইলর। সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে আছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ব্যাটার।  টেইলরের পুরোনো ব্যাটিং পজিশন ছিল চার নম্বরে। সেখানে ফিরে এলে শন উইলিয়ামসসহ অন্য ব্যাটাররা এক ধাপ করে নিচে নেমে আসবেন, এতে ব্যাটিং গভীরতা বাড়বে। তবে বোলিং বিভাগ সামলাতে দলকে কিছু হিসাব-নিকাশ করতে হবে।

গত মার্চে ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে টেইলর বলেছিলেন, “আমি জানি না প্রথম একাদশে সুযোগ পাব কি না। তবে এটুকু বলেছি, আমার ফিরে আসার উদ্দেশ্য পরিষ্কার- দেশের জন্য কিছু করতে চাই। আগেও অনেক কিছু ভালোভাবে করতে পারতাম, কিন্তু পারিনি। এবার সেই ঘাটতি পূরণ করতে চাই। আমি এখন অনেক বেশি বিনয়ী হয়ে গেছি।”

২০০৪ থেকে ২০২১ সালের মধ্যে জিম্বাবুয়ের হয়ে ৩৪টি টেস্ট খেলেছেন টেইলর। গড় ৩৬.২৫, শতক ছয়টি। এর মধ্যে ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে হারারেতে টেস্ট ফরম্যাটে ফিরে এসে ১০৫ রানের অপরাজিত ইনিংসটিই সবচেয়ে স্মরণীয়।

এতদিন পর ফিরলেও সময়টা জিম্বাবুয়ের জন্য ব্যস্ত। চলতি বছর এখন পর্যন্ত সাতটি টেস্ট খেলেছে তারা, যার মধ্যে জিতেছে কেবল একটিতে। নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে আরও চারটি টেস্ট আছে সামনে, এর মাঝেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব। তবে এখনই সংক্ষিপ্ত ফরম্যাটের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা কম টেইলরের। বরং ওয়ানডে দলে তাকে ভাবা হচ্ছে ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কার করবেন রাজনীতিবিদরা : ড. আলী রীয়াজ

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন 

জনগণের মালিকানা তাদের হাতে ফিরিয়ে দিতে হবে : মির্জা ফখরুল

আলোচিত রিয়াদের আরও একটি বাসা থেকে মিলল নগদ টাকা

অস্ত্র পরিত্যাগ করার প্রস্তাব আবারও প্রত্যাখ্যান হিজবুল্লাহর

বগুড়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অডিও-ভিডিও ভাইরাল