বগুড়ার সোনাতলায় জোড়পূর্বক বসতবাড়ি নির্মাণের অভিযোগ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলা উপজেলার পল্লীতে জোড়পূর্বক বসতবাড়ি নির্মাণের অভিযোগ এনে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বালুয়া ইউনিয়নের ধর্মকুল গ্রামের মৃত আজগর আলী প্রামানিক এর মেয়ে রাশিদা বেগমের পৈতিৃক সম্পত্তিতে জোড়পূর্বক তার আপন সহোদর দুই ভাই জহুরুল ইসলাম ও বুলু প্রামানিক জোড়পূর্বক বসতবাড়ি নির্মাণ করে।
এ বিষয়ে রাশিদা আক্তার বলেন, তার পৈতিৃক সম্পত্তিতে আপন দুই ভাই জোড়পূর্বক ঘর-বাড়ি নির্মাণ করেছে। এতে তিনি বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণ নাশের হুমকি দেয়া হয়। এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন্নবী বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুনমন্তব্য করুন