ভিডিও বুধবার, ০১ অক্টোবর ২০২৫

বগুড়ায় যুবদল নেতা রাহুল হত্যাকাণ্ডের মূলহোতা জামিল গ্রেফতার

বগুড়ায় যুবদল নেতা রাহুল হত্যাকাণ্ডের মূলহোতা জামিল গ্রেফতার, ছবি: দৈনিক করতোয়া।

স্টাফ রিপোর্টার : বগুড়ার কাহালুর আলোচিত যুবদল নেতা রাহুল সরকার হত্যাকাণ্ডে জড়িত মূলহোতা জামিল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

ডিবি বগুড়ার ওসি মো. ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদেরভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জামিল হোসেন কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের আব্দুল মজিদ আকন্দের ছেলে। হত্যাকাণ্ডের পর সে শেরপুরের গাড়িদহ এলাকায় আত্মগোপন করেছিল।  গত মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মাগুরা গ্রামে লিজ নেওয়া একটি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার সময় যুবদল নেতা রাহুল সরকার হত্যাকাণ্ডের শিকার হন। পূর্বশত্রুতার জের ধরে এসময় ১০-১২ জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই পুকুর লিজ নেয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের প্রধান আসামি ধৃত জামিল হোসেনের সাথে যুবদল নেতা রাহুল সরকার ও তার চাচা সালামের সাথে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই রাহুলকে হত্যা করা হয়। নিহত রাহুল বগুড়া শহরের ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং কইগাড়ি এলাকার সোবাহান সরকারের ছেলে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা

দুর্গাপূজাকে নস্যাৎ করতে পার্শ্ববর্তী দেশ থেকে আন্তর্জাতিক চক্রান্ত চলছে : রিজভী

এসিসি’র সভায় কথা কাটাকাটি, নতুন শর্ত নাকভির

মিয়ানমারের ভেতরেই রোহিঙ্গা সংকটের সমাধান : ইউএনএইচসিআর প্রধান

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান

যুদ্ধাপরাধের দায়ে কঙ্গোর সাবেক প্রেসিডেন্টের মৃত্যুদণ্ড