কুড়িগ্রামে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

মফস্বল ডেস্ক : কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত সীমান্তবর্তী সাহেবের আলগা ইউনিয়নে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন-কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) এবং তার স্ত্রী রুবি বেগম (৩৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়ো বাতাস ওঠে। এসময় জাহাঙ্গীরের ঘরের টিনের চালে বজ্রপাত ঘটে। জাহাঙ্গীর ও তার স্ত্রী রুবি বেগম বারান্দায় ছিলেন। ঘরের ভেতর তাদের সন্তানরা অবস্থান করছিল। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান। তবে ঘরের ভেতর থাকা তাদের সন্তানরা অক্ষত রয়েছেন।
আরও পড়ুনউলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বজ্রাঘাতে স্বামী স্ত্রী মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন