ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

মেসিদের লিগে খেলবেন জার্মান তারকা মুলার

মেসিদের লিগে খেলবেন জার্মান তারকা মুলার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইউরোপ অধ্যায়ের ইতি টেনে এবার কানাডায় পাড়ি জমাচ্ছেন সাবেক বায়ার্ন মিউনিখের জার্মান তারকা থমাস মুলার। এমএলএসের ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে যোগ দিয়েছেন ৩৫ বছর বয়সি এই জার্মান তারকা।

ক্যারিয়ারের সেরা সময়টা ইউরোপে কাটানোর পর গত মৌসুমে মুলার ঘোষণা দেন বায়ার্ন ছাড়ার। তাতে ক্লাবটির সঙ্গে দীর্ঘ ২৫ বছরের সম্পর্কের ইতি টানলেন মুলার। যোগ দিচ্ছেন এমএলএসের ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে। কানাডিয়ান ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করছেন মুলার। বায়ার্নের হয়ে ৭৫৬ ম্যাচে ২৫০ গোল করা এই ফরোয়ার্ড বায়ার্ন ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। বায়ার্নের হয়ে সব ধরনের শিরোপাই জিতেছেন মুলার। শেষবারের মতো বায়ার্নের হয়ে মাঠে নেমেছিলেন ক্লাব বিশ্বকাপে, যেখানে কোয়ার্টার ফাইনালে পিএসজি’র বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন।

আরও পড়ুন

বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের মতে, মুলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার এটাই ছিল উপযুক্ত সময়। যদিও ভবিষ্যতে মুলার অন্য কোনো ভূমিকায় ক্লাবে ফিরবেন বলেই ধারণা করা হচ্ছে। তবে আপাতত নিজের নতুন অধ্যায় শুরু করলেন মুলার। মুলারের প্রতি ইউরোপের বাইরে আরও কিছু ক্লাবের আগ্রহ ছিল। গুঞ্জন উঠেছিলো, অস্ট্রেলিয়ার এ-লিগের সিডনি এফসিও নাকি লোভনীয় প্রস্তাব দিয়েছিল তাকে। এমএলএসে মোট ৩০টি ক্লাব প্রতিযোগিতা করে থাকে। এই টুর্নামেন্টকে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবল প্রতিযোগিতা বলা হলেও কানাডার তিনটি ক্লাব এতে অংশ নেয়। এর মধ্যে ভ্যাঙ্কুভার অন্যতম। বাকি ২৭টি ক্লাব যুক্তরাষ্ট্রের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার ওপর আস্থা রাখুন, গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল

লঙ্কানদের জয়ই বাঁচাতে পারে বাংলাদেশের স্বপ্ন

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে

১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে পুলিশ

রিয়াদে সৌদি-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

রাকসু নির্বাচনে ২৮ পদে লড়বেন ৩০৬ প্রার্থী