ছাত্রশিবির,ছাত্রদল সহ প্যানেল রয়েছে ১১টি
রাকসু নির্বাচনে ২৮ পদে লড়বেন ৩০৬ প্রার্থী

অনলাইনডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে আজ বৃহম্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে। এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, এবারের রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩ পদের বিপরীতে ২৪৮ জন, সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধি পদে ৫৮ জনসহ মোট ৩০৬ প্রার্থী লড়বেন। এছাড়া ১৭ হলে মোট প্রার্থী ৫৯৭ জন।রাকসুতে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ছেলে ভোটার ১৭ হাজার ৫৯৬ এবং মেয়ে ১১ হাজার ৩০৫ জন।
এবারের রাকসু নির্বাচনে ১১টি প্যানেল বিভিন্ন নামে ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছে। ইসলামী ছাত্রশিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, সাবেক সমন্বয়ক এবং স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে গঠিত প্যানেলগুলো লড়াইয়ে নেমেছে। সে হিসেবে আজ থেকে শুরু হচ্ছে ১১ প্যানেলের লড়াই। তবে ঘোষিত প্যানেলগুলোর মধ্যে শুধু ছাত্রদল ও ছাত্রশিবিরই সবগুলো পদে প্রার্থী ঘোষণা করেছে। অন্য কোনো সংগঠন বা স্বতন্ত্র প্যানেল তা পারেনি।
এগুলোর মধ্যে রয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ছাত্রদল মনোনীত প্যানেল ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’। এছাড়া রয়েছে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, ‘আধিপত্যবিরোধী ঐক্য’, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’, ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’, ‘ইউনাইটেড ফর রাইটস’ এবং ‘ইনডিপেনডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স’।
নির্বাচনকে ঘিরে বর্তমানে ঘোষিত ১১টি প্যানেলের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে ছয়টি প্যানেল। এর মধ্যে ইসলামী ছাত্রশিবির তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কারণ হিসাবে শিক্ষার্থীদের মতামত অনুযায়ী বলা যায়, তারা শুধু সংগঠনকেন্দ্রিক প্যানেল ঘোষণা করবে বলে ধারণা করা হলেও তাদের প্যানেলে স্থান পেয়েছেন তিন নারী শিক্ষার্থী, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী, সাবেক সমন্বয়ক ও একজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী।
ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন ‘স্টুডেন্ট নেটওয়ার্ক সোচ্চারের’ সভাপতি এসএম সালমান সাব্বির।
আরও পড়ুনএদিকে জাতীয়তাবাদী ছাত্রদলও তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। প্যানেলে স্থান পেয়েছেন নির্যাতিত ও ক্লিন ইমেজের নেতৃত্ব, যেখানে দলের কর্মীদের বাইরেও জাতীয় দলের ফুটবলার, ব্যান্ড দলের প্রতিষ্ঠাতা, অ্যাওয়ার্ডপ্রাপ্ত । ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর শাখা ছাত্রদলের সহসভাপতির দায়িত্বে আছেন
সার্বিক বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম গণমাধ্যমে বলেন, রাকসুর কার্যক্রম নিয়মিতভাবে চলছে এবং সবকিছু ঘোষিত তফসিল অনুযায়ীই অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মনোনয়নপত্র বিতরণ, যাচাই-বাছাই ও দাখিল সম্পন্ন হয়েছে। শুরু হয়েছে প্রচার।
আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনগুলোয় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর একই দিন ভোট গণনা এবং ফলাফল প্রকাশ করা হবে।
মন্তব্য করুন