ঢাবির সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা শেষ হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর সংলগ্ন লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খানসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে ৫ জন ছাত্র প্রতিনিধির নাম অনুমোদন করে পাঠানো হয়েছে। তারা হলেন—
ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খান, সর্বাধিক ভোটপ্রাপ্ত সদস্য সাবিকুন্নাহার তামান্না এবং পরিবহণ সম্পাদক আসিফ আবদুল্লাহ। এ পাঁচজনই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী ছিলেন।
আরও পড়ুনসভার পর ভিপি সাদিক কায়েম সাংবাদিকদের বলেন, *“আজ থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য কাজ শুরু হলো। ছাত্র-ছাত্রীদের সমস্যা সমাধান ও তাদের প্রত্যাশা পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।” এর আগে শনিবার ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানানো হয়েছিল।
এ প্রথমবারের মতো ডাকসুর কার্যনির্বাহী পরিষদ থেকে ছাত্রশিবির সমর্থিত নেতারা সিনেটে প্রবেশ করছেন। শিক্ষাঙ্গনের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিনেটে তাদের অংশগ্রহণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন