পিসিবির দাবি প্রত্যাখ্যান করলো আইসিসি

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে নেওয়ার যে দাবি তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তা আনুষ্ঠানিকভাবে ‘নাকচ করে দিয়েছে’ আইসিসি।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর, এই সিদ্ধান্ত ইতোমধ্যে পিসিবিকে জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির অপারেশনস কিংবা আইনি বিভাগ থেকে পাঠানো চিঠিতে পিসিবিকে পরিষ্কার করা হয়েছে যে, ভারত-পাকিস্তান ম্যাচে ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনায় পাইক্রফটের কোনো ভূমিকা নেই।
গত রবিবার গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। একপেশে লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত। ম্যাচটিতে টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। পরে খেলা শেষেও দেখা যায় একই চিত্র।
আরও পড়ুনগ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বুধবার সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান। এ লড়াইয়ে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন পাইক্রফট। ওমানের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করা পাকিস্তান এখন আরব আমিরাতকে হারাতে পারলেই সুপার ফোরে জায়গা করে নিবে।
টানা দুই জয়ে ‘এ’ গ্রুপ থেকে পরের ধাপে উঠে গেছে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শুক্রবার ওমানের মুখোমুখি হবে তারা। চলতি আসরে আরও দুইবার ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন