ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

দাউদকান্দিতে আ.লীগ-ছাত্রলীগ ও শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৭

দাউদকান্দিতে আ.লীগ-ছাত্রলীগ ও শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৭

কুমিল্লার দাউদকান্দিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, শ্রমিক লীগ এবং নিষিদ্ধ ছাত্র লীগসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

আটকরা হলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সোহেল মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফয়সাল এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মী ৪ জন। নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে ২১ জনের নামে মামলা দায়েরের পর বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দাউদকান্দি উপজেলা শাখার কর্মীরা মহাসড়কের ধীতপুর এলাকায় ঝটিকা মিছিল বের করে। মিছিলটি ফেসবুক লাইভে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জনকে আটক করে। পরে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মোহাম্মদপুর থেকে আওয়ামী লীগ নেতা সোহেল মাহমুদ, গৌরীপুর থেকে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও ছাত্রলীগ নেতা ফয়সালকে আটক করে।

তাদের বিরুদ্ধে বিগত স্বৈরাচারের সরকারের আমলে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

শুধু তাই নয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্বৈরাচার এমপি সবুরের পক্ষে ছাত্রছাত্রীর ওপর নির্মম নির্যাতন করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

 

দাউদকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, বিভিন্ন নাশতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের পর দুপুরে আসামিদের কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ হবে : বিচারপতি শাহীন

‘আমি যেখানে যাই ওটাই চমক’

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ বগুড়ার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

‘রাজাকারের নাতিপুতি’ বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন: নাহিদ

বিয়ের দাবিতে প্রেমিক বাড়িতে অনশনে তরুণী, আত্মহত্যার হুমকি

শহরজুড়ে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ, আতঙ্কে শিশুদের সাথে বড়রাও