বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে নাশকতা মামলায় আটক ৪

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় চারজনকে আটক করা হয়েছে। তারা আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী বলে জানা গেছে। আজ সোমবার (১৯ মে) দুপুরে চারজনকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
থানার ওসি মোজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলো উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রাম এলাকার আব্দুল গনির ছেলে আব্দুল মমিন (৪৫), আব্দুর রহিমের ছেলে আবু সিদ্দিক (৩৫), লোকমান আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৫০) এবং মকবুল হোসেনের ছেলে লায়েব আলী (৪০)।
আরও পড়ুনগতকাল রোববার রাতে নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। চারজনকে বাসস্ট্যান্ড এলাকার ককটেল বিস্ফোরণ মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ।
মন্তব্য করুন