পাকিস্তানের অবস্থান বদলের পর ভারতের নতুন সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক: ভারতের সঙ্গে হ্যান্ডশেক বিতর্কের জেরে আরব আমিরাতে ম্যাচ খেলবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান। সেই অবস্থান থেকে সরে এসেছে দলটি। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ভারতের মেজাজ ফুরফুরে। এরই মধ্যে সুপার ফোর নিশ্চিত হয়েছে দলটির। শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ওমান। তার আগে নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।বুধবার ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বোর্ডের তরফ থেকে সাংবাদিকদের বার্তা পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, বুধবার অনুশীলন হবে না। এদিন কেউ সংবাদ মাধ্যমের সঙ্গে কথাও বলবেন না। ক্রিকেটারদের পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়েছে। অবশ্য বৃহস্পতিবার অনুশীলন করবে ভারত। সেদিন প্রাক ম্যাচ সংবাদ সম্মেলনও রয়েছে।
সুপার ফোরের আগে ভারতীয় ক্রিকেটারেরা যেন তরতাজা থাকেন সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও ঐচ্ছিক অনুশীলনে বুধবার প্রায় তিন ঘণ্টা অনুশীলন করেছে ভারত। ব্যাটার থেকে বোলার, প্রত্যেকেই দুবাইয়ের গরমে নিজেদের নিংড়ে দিয়েছেন। অনুশীলনে অভিষেক শর্মা, শুভমান গিলদের বড় শট খেলতে দেখা গেছে।ঐচ্ছিক অনুশীলনে ব্যাট করতে দেখা গেছে আর্শদীপ সিংহ, কুলদীপ যাদবকে। বুধবার ভারত এবং পাকিস্তান পাশাপাশি দু’টি মাঠে প্রায় এক ঘণ্টা অনুশীলন করেছে।
ভারতের অনুশীলন শেষ হওয়ার আগেই দু’দলের সাজঘর এবং অনুশীলনের মাঝের অংশে একটি সাদা কাপড় টাঙিয়ে দেওয়া হয়। ফলে দু’দেশের ক্রিকেটারেরা একে অপরকে দেখতে পাননি।ভারতের অনুশীলন শেষ হওয়ার পর তারা পাকিস্তানের অনুশীলন মাঠের পাশ দিয়েই বেরিয়ে যান। আজ ভারতীয় কোনো ক্রিকেটার থেমে গিয়ে পাকিস্তানের অনুশীলন দেখেননি। এর আগে অনুশীলন করার সময় ভারতীয় ক্রিকেটারদের কয়েকজনকে দাঁড়িয়ে থেকে অনুশীলন দেখতে দেখা গিয়েছিল। পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যেও ভারতীয়দের নিয়ে কোনো আগ্রহ দেখা যায়নি। তারা নিজেদের মতো অনুশীলন চালিয়ে গিয়েছেন।
মন্তব্য করুন