ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

লালমনিরহাটে বিলুপ্তির পথে মাষকলাই প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা

লালমনিরহাটে বিলুপ্তির পথে মাষকলাই প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা

লালমনিরহাট প্রতিনিধি : শরীরের জন্য নানাভাবে উপকারী মাষকালাই (ঠাকরী কালাইয়ের ডাল) লালমনিরহাটে দিনের পর দিন বিলুপ্তির পথে ধাবিত হচ্ছে। সরকারের পৃষ্ঠপোষকতার অভাব আর চাষিদের অনাগ্রহের কারণে প্রতি বছরই মাষকলাই চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকেরা। ফলে স্বল্প পরিসরে যা চাষ হচ্ছে - তা নেহাতই নিজের খাবারের জন্য। সহজ শর্তে ঋণ প্রশিক্ষণ পেলেই মাষকলাই চাষে আগ্রহী হয়ে উঠতে পারে চাষিরা। সরেজমিন ঘুরে এমন তথ্যই পাওয়া গেছে চাষিদের কাছ থেকে।

সরেজমিনে লালমনিরহাটের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, পূর্বের ২৫/৩০বছরের তুলনায় এবারে মাষকলাই’র তেমন চাষই হয়নি। প্রায় ৯৯শতাংশ মাঠে মাষকলাই’র কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। যে সকল মাঠে আগে দেখা যেত সবুজ রং এর সমারোহ, সেখানে এখন আবাদ হচ্ছে সবুজ বর্ণের ধান কিংবা সবজিসহ অন্যান্য সবজির। কিন্তু মাষকলাই চাষে কেন আগ্রহ হারাচ্ছেন কৃষক, এ প্রশ্নের উত্তর খুঁজতে কথা হয় কয়েকজন কৃষকের সাথে।

লালমনিরহাটের ফুলগাছ গ্রামের কৃষক কিসমত আলী জানান, মাষকলাই চাষে আগের মতো তেমন ফলন পাওয়া যায় না। তাই এতে আমাদের লাভ নাই, এজন্যই মাষকলাই চাষ আর করি না। একই গ্রামের কৃষক হযরত আলী জানান, জমিতে মাষকলাই চাষ করার তুলনায় ধান ও সবজিসহ অন্যান্য মৌসুমি ফসল চাষ করলে আমরা আর্থিকভাবে বেশি লাভবান হই। এজন্যই আমরা মাষকলাই চাষ করি না।

আরও পড়ুন

কোদালখাতা সরকারটারী গ্রামের হরেশ্বর রায় জানান, আমাদের আশেপাশে কোথাও মাষকলাই‘র অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তবে চলার পথে হঠাৎ রাস্তার ধারে মাষকলাই চাষ দেখতে পাওয়া যায়। এক সময়ে বিস্তীর্ণ মাঠ জুড়ে পুরোদমে দেখা যেত মাষকলাই। এই মাষকালাই সর্ম্পকে একজন কৃষিবিদ জানায় অন্যন্য ডালের তুলনায় মাষকালাইয়ের ডাল শরীরের জন্য খুবই উপকারী।

কৃষিবিদের মতে, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অধিক মুনাফা লাভের আশায় অন্য ফসল চাষে আগ্রহী হয়ে ওঠায় মাষকলাই চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করে গ্রাম বাংলার এ ঐতিহ্যকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করবেন এমনটাই প্রত্যাশা ওই কৃষিবিদসহ সাধারণ মানুষের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার ধরে রাখলে মানুষের ন্যায়বিচার নিশ্চিত হবে : আইন উপদেষ্টা  

জেমস বন্ডের রূপে ধরা দেবেন রণবীর!

নানা সমস্যায় বড়াইগ্রামের বনপাড়া কলেজ

বগুড়ায় ১৩৬৮ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে থানায় হামলার ঘটনায় সাবেক এমপি নিক্সন চৌধুরী প্রধান আসামি

বিস্ফোরক মামলায় বিনোদন কেন্দ্র ‘স্বপ্নপুরীর’ মালিকসহ ১০ জন কারাগারে