ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

খালেক হত্যার দায়ে বগুড়ায় দুইজনের যাবজ্জীবন

খালেক হত্যার দায়ে বগুড়ায় দুইজনের যাবজ্জীবন

কোর্ট রিপোর্টার : বগুড়ার সারিয়াকান্দির আব্দুল খালেক (১৭) হত্যা মামলার রায়ে অভিযুক্ত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো-সারিয়াকান্দি উপজেলার বাগবের গ্রামের শফিকুল ইসলাম শোভার ছেলে বিশাল ফকির (৩০) এবং ধাপ গ্রামের শাহজাহান ফকিরের ছেলে সিহাব ফকির (২৯)। আজ বুধবার (৩০ জুলাই) বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির এই মামলার রায় দেন।

উল্লেখ্য, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুটিবাড়ীর ডাবলুর ছেলে আব্দুল খালেক তার বন্ধুর সাথে সারিয়াকান্দির দীঘলকান্দির প্রেম যমুনার ঘাটে বেড়াতে যান। সেখানে আসামিরা গত ২০১৭ সালের ৭ আগস্টের সন্ধ্যার পরে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ যমুনা নদীতে ফেলে দেয়।

পরের দিন বিকেল ৫টার দিকে পুলিশ সংবাদ পেয়ে যমুনা নদীর প্রেম যমুনার ঘাটের পূর্ব পাশে হিজল গাছের নিচ থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে লাশটি উদ্ধার করে। পরে আব্দুল খালেক বলে পরিচয় পাওয়া যায় এবং তার পরিবারের লোকজন তাকে শনাক্ত করে।

আরও পড়ুন

এ ব্যাপারে সারিয়াকান্দি থানার এসআই খয়ের উদ্দিন বাদি হয়ে এই মামলা দায়ের করেন। পুলিশ সাজাপ্রাপ্ত ওই আসামিদেরকে গ্রেফতার করলে তারা হত্যাকান্ডের কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দী দেয়। মামলাটি তদন্ত শেষে এসআই জিয়াউর রহমান মামলায় অভিযোগপত্র দাখিল করেন।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. জাহাঙ্গীর হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কলেজছাত্রীকে অপহরণ-ধর্ষণ মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড

ইংল্যান্ড-ওয়েলসে ফের জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম

ভোলায় বেড়েছে নিউমোনিয়া রোগী, হাসপাতালে বেড-ওষুধ সংকট

গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি : সেনা সদর

মেয়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে হন নিখোঁজ, ২০ বছর পর ফিরলেন নিজ গ্রামে!

অলিম্পিকের নির্বাচন নভেম্বরে